ওয়ার্ল্ড ইনসাইড

নোবেল পুরস্কারে রাজনীতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৪০ পিএম, ০৬ সেপ্টেম্বর, ২০১৭


Thumbnail

‘গত কয়েক বছর ধরে আমি রোহিঙ্গাদের সঙ্গে এই দুঃখজনক ও লজ্জাজনক আচরণের জন্য নিন্দা জানিয়ে আসছি। আমি অপেক্ষা করছি নোবেল বিজয়ী অং সান সুচি একই কাজ করুক। সারা বিশ্ব অপেক্ষা করছে, রোহিঙ্গা মুসলিমরাও অপেক্ষা করছে।’ গত ৪ সেপ্টেম্বর নিজের টুইটার অ্যাকাউন্টে এমনই আকুতি জানালেন নোবেল বিজয়ী পাকিস্তানি তরুণী মালালা ইউসুফজাই। সম্প্রতি মিয়ানমারে সামরিক জান্তা দ্বারা রোহিঙ্গাদের নির্যাতন ও অত্যাচারের পরিমাণ বেড়ে যাওয়ায় দেশটির গণতন্ত্রপন্থী সুচির শান্তিতে নোবেল পাওয়া নিয়ে এ বিষয়টি সবার সামনে উঠে এসেছে। কিছুদিন আগে টুইটারে অন্যতম পুরস্কারজয়ী মালালা, ডেসমন্ড টুটু ও অন্যান্য বিজয়ীরাও সুচির এ বিষয়ে নির্বিকার থাকা এবং রোহিঙ্গাদের বাংলাদেশি বলে দাবি করা নিয়ে নিন্দা জানিয়েছেন।

‘ওবামার সমর্থকরা পর্যন্ত মনে করেন তাঁকে নোবেল শান্তি পুরস্কার ছিল একটি ভুল। নোবেল পুরস্কার কমিটি যা আশা করে পুরস্কার দিয়েছিলেন তার কিছুই অর্জন হয়নি।’ কথাটি বলেছিলেন নোবেল কমিটির সাবেক সচিব গের লুন্ডেস্টেড। ১৯০১ সাল থেকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হচ্ছে। নোবেল পুরস্কার দেয়ার পেছনে উদ্দেশ্য ছিল যারা শান্তি রক্ষায় কাজ করছেন এবং বিশ্বে শান্তি বজায় রাখতে অবদান রাখছেন তাদেরকে এই পুরস্কার দেয়া হবে। কিন্তু আসলেই কি তাই হচ্ছে? অনেকে মনে করছেন শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার পেছনে রয়েছে রাজনীতি। যারা নোবেল পুরস্কারের কমিটিতে রয়েছেন সেসব সদস্যদের মধ্যেই এই রাজনীতি রয়েছে বলে দাবি করা হয়।

সবচেয়ে আলোচিত শান্তি পুরস্কার পাওয়া ব্যক্তি হলেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ২০০৯ সালে তিনি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে নোবেল পুরস্কার পান। কিন্তু তাঁর সময়েই মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে ইসলামিক স্টেটস বা আইএসের তৎপরতা বাড়ে। সিরিয়ায় দীর্ঘমেয়াদি যুদ্ধ বেধে যায়। যার কোনো সমাধানই তিনি করতে পারেননি। নোবেল পুরস্কার পাওয়া নিয়ে সমালোচনা রয়েছে ‍মিখাইল গর্বাচেভ, ইতঝাক রবিন, মেনাকেম বেগিন, লে ডাক থো, হেনরি কিসিঞ্জার, জিমি কার্টার, আল গোর, আইপিসিসি ও লিউ জিয়াবাওকে নিয়েও।

ভিয়েতনামের লি ডাক থো ১৯৭৩ সালে নোবেল পুরস্কার নেননি। তিনি জানান, এ ধরনের বুর্জোয়া চিন্তাভাবনা তাঁর জন্য নয় এবং ভিয়েতনামে সত্যিকারভাবে কোনো শান্তি ফিরে আসেনি। অন্যদিকে থোর সঙ্গে পুরস্কার পেয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনিরি কিসিঞ্জার। তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাননি এবং পুরস্কারের অর্থ দান করে দেন। এর ১৮ মাস পরে দুই ভিয়েতনাম এক হয়ে গেলে পুরস্কার ফিরিয়ে দেয়ার প্রস্তাব দেন তিনি।

নোবেল পুরস্কার আসলে কীসের ভিত্তিতে এবং কী ধরনের যোগ্যতা যাচাই করে দেয়া হয় তা এখনও জানা যায়নি। নিয়ম অনুযায়ী পঞ্চাশ বছর পর নোবেল বিজয়ীদের মনোনীত করার পেছনের মানদণ্ড জানানো হয়। নোবেল পুরস্কার প্রদান কমিটির সদস্যদের মনোনয়ন করে নরওয়ের পার্লামেন্ট। তাঁরা নরওয়ের নাগরিক। প্রতি বছর নোবেল পুরস্কার কমিটিতে একই ব্যক্তি থাকেন না। তাঁরা প্রতি বছর বিভিন্ন দেশের সরকার, সংসদ সদস্য, আন্তর্জাতিক আদালতের সদস্য, বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আগের বিজয়ীরা এবং নরওয়ের নোবেল কমিটির বর্তমান ও অতীত সদস্যদের কাছে মনোনীত ব্যক্তির নাম আহ্বান করেন। এরপর সদস্যরা সভায় বসে সর্বোচ্চ ভোটপ্রাপ্তকে নোবেল দেন। এই ভোট কমিটির সদস্যরা দিয়ে থাকেন।

ফরেন পলিসি ম্যাগাজিন এক প্রতিবেদনে জানায়, এমন কিছু ব্যক্তি আছেন যাঁরা নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য কিন্তু কখনও পাননি। তাঁদের মধ্যে মহাত্মা গান্ধি, এলিনর রুজভেল্ট, উ থান্ট, ভাক্লাভ হ্যাভেল, কেন সারো উইওয়া, ফজলে হাসান আবেদ, সারি নুসাইবাহ ও কোরিজেন আকুইনোর নাম উল্লেখ করে তারা। মহাত্মা গান্ধি ১৯৩৭, ১৯৩৮, ১৯৩৯ ও ১৯৪৭ সালে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন। কিন্তু একবারও পাননি। গের লুন্ডেস্টেড জানান, ১০৬ বছরের ইতিহাসে এটা সবচেয়ে বড় ভুল ছিল। ১৯৪৮ সালে গান্ধি মারা গেলে নোবেল কমিটি জানায়, মৃত কোনো ব্যক্তিকে তারা এ পুরস্কার দেয় না। এরপর ১৯৮৯ সালে দালাইলামাকে তারা এ পুরস্কার দেন এবং জানান, গান্ধিকে সম্মান জানিয়ে তারা এ কাজ করেছেন।

লুন্ডেস্টেড কমিটিতে নিয়োগ করা সদস্যদের নিয়েও সমালোচনা করেন। ২০১০ সালে চীনের ভিন্নমতাবলম্বী আন্দোলনকারী লিই জিয়াবাওকে নোবেল পুরস্কার দিতে নিষেধ করেন তৎকালীন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী। তারা আশঙ্কা করছিল যে এতে নরওয়ের সঙ্গে হয়তো চীনের সম্পর্ক খারাপ হয়ে যাবে। যদিও নোবেল কমিটি তাঁর অনুরোধ রাখেনি।

নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী থর্বজর্ন জাগল্যান্ডকেও নোবেল কমিটির সদস্য হিসেবে নেয়া উচিত হয়নি বলে মনে করেন ‍লুন্ডেস্টেড। একই সঙ্গে নোবেল কমিটির সদস্যরা অধিকাংশ সময় বিভিন্ন মতাদর্শের অধিকারী হন। যা তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলে। যেমনটা ছিলেন, কার ক্রিস্টেনসেন। তিনি নোবেল কমিটি থেকে পদত্যাগ করেন। কারণ ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতকে পুরস্কার দেয়া হয়। তিনি ইয়াসিরকে সন্ত্রাসী বলে উল্লেখ করেন।

নোবেল কমিটিরে সিদ্ধান্ত নিয়ে উঠে আসা সাম্প্রতিক বিতর্ক নিয়ে নোবেল কমিটির সাবেক সদস্য গানার স্টালসেট জানান, আসলে আগের বছরে মনোনীতরা শান্তি রক্ষায় কী করেছেন তার ওপর নির্ভর করে পুরস্কার দেয়া হয়। তিনি আরও বলেন, আমরা সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে যে নীতি গ্রহণ করে থাকি তা হলো কোনো সাধু-সাধ্বীদের পুরস্কার দেয়া হয় না। যখন সিদ্ধান্ত নেয়া হয় তখন পুরস্কার দেয়া হয় ও কমিটির কাজও শেষ হয়ে যায়।

অনেক বিশেষজ্ঞরা জানান, নোবেল কমিটিতে বর্তমান সংসদ সদস্যদের রাখার কারণে তাদের সিদ্ধান্ত বেশিরভাগ সময় রাজনৈতিক হয়ে থাকে। তাই প্রশ্ন থেকে যায় আসলে, বিজয়ীরা কতটা যোগ্য এ পুরস্কার পাওয়ার জন্য।

বাংলা ইনসাইডার/আরএইচবি/জেডএ



মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল মসজিদের ছাদ

প্রকাশ: ০৮:৫৬ পিএম, ০২ মে, ২০২৪


Thumbnail

সৌদি আরবের দাহরানের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবল বৃষ্টিতে একটি মসজিদের ছাদ ভেঙে পড়েছে। সৌদির বিভিন্ন অঞ্চলে গত দুইদিন ধরে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে।

বুধবার (১ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে মসজিদের ছাদ ভেঙে কেউ আহত হননি। কারণ ওই সময় সেখানে কেউ ছিলেন না। 

নেটিজেনরা জানিয়েছেন, মসজিদটির বাইরের অংশের ছাদটি ধসে পড়েছে। মসজিদ সম্প্রসারণের অংশ হিসেবে মূল ভবনের বাইরে স্টিলের এই ছাদটি স্থাপন করা হয়েছিল।

স্টিলের ছাদটির ওপর এতই পানি জমা হয়েছিল যে এটি আর ভার বহন করতে পারেনি। এরপর একটি পর্যায়ে এটি ভেতরের দিকে ধসে পড়ে। তখন মসজিদের ভেতর বৃষ্টির পানি প্রবেশ করে এবং মসজিদে যেসব কার্পেট ছিল সেগুলো পানিতে ভিজে যায়।

কেউ একজন মসজিদের মূল ভবনের ভেতর থেকে ছাদ ভেঙে পড়ার মুহূর্তটি নিজের মোবাইল ফোনে ধারণ করেন।

বৃষ্টিপাতের কারণে দেশটিতে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। সরাসরি ক্যাম্পাসে আসার বদলে অনলাইনে পাঠদান কর্মসূচি চলছে।


মসজিদ   বৃষ্টিপাত   সৌদি আরব  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

যুক্তরাষ্ট্রের আরেক বিশ্ববিদ্যালয়ে পুলিশের ধরপাকড়

প্রকাশ: ০৮:৪৭ পিএম, ০২ মে, ২০২৪


Thumbnail

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে (ইউসিএলএ) ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে ক্যাম্পাসে প্রবেশ করেছে মার্কিন পুলিশ। ইতিমধ্যে তারা সেখানে ব্যাপক ধরপাকড় শুরু করেছেন এবং অনেকককে গ্রেপ্তার করেছেন। এমনকি বিক্ষোভকারীদের ছত্রভঙ করে তাঁবু সরাতে রাবার বুলেট পর্যন্ত ব্যবহার করেছে মার্কিন পুলিশ। 

স্থানীয় সময় বৃহস্পতিবার(২ মে) ভোরে ইউসিএলএ ক্যাম্পাসের বাইরে রাখা ব্যারিকেড সরিয়ে ভেতরে প্রবেশ করে পুলিশ। ভেতরে প্রবেশ করে সেখানে আগে থেকে অবস্থানরত শিক্ষার্থীদের তাঁবু ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ। নির্দেশনা না মানলে গ্রেপ্তার, এমনকি আহত হতে পারেন বলেও জানায় তারা। তবে পুলিশের সতর্কবার্তা আমলে না নিয়ে ক্যাম্পাসের ভেতরে অবস্থান করেন শিক্ষার্থীরা। তাই অনেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। ছোড়া হয়েছে রাবার বুলেট। সিএনএন এর প্রতিবেদন 

বিবিসি জানিয়েছে, মূল আন্দোলনস্থল ডিকসন কোর্টে প্রবেশ করেছে পুলিশ। পুলিশ দেখে অনেক শিক্ষার্থী বিক্ষোভস্থল ত্যাগ করলেও এখানো সেখানে অনেকে অবস্থান করছেন। তবে তাদের ঘিরে রেখেছে পুলিশ সদস্যরা।

পুলিশ এখন তাঁবু সরিয়ে দিচ্ছে। ডিকসন কোর্টে এখন অনেকটা পুলিশে নিয়ন্ত্রণে রয়েছে। তবে বিক্ষোভকারীরা ক্যাম্পাসের অন্য কোথাও তাঁবু স্থাপন করেছে কিনা তা স্পষ্ট নয় বলে জানিয়েছে বিবিসি।

এর আগে মঙ্গলবার রাতে এই ক্যাম্পাসে ইসরায়েল ও ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তবে এই সময় পুলিশ দেরিতে সাড়া দেয় বলে অভিযোগ উঠেছে। এ জন্য পুলিশের সমালোচনাও করেছে অঙ্গরাজ্যের গভর্নরের কার্যালয়।


যুক্তরাষ্ট্র   ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া   পুলিশ   ইউসিএলএ   লস অ্যাঞ্জেলেস  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

কেনিয়ায় ভারী বৃষ্টিপাতে ১৮৮ জনের মৃত্যু

প্রকাশ: ০৮:৩৫ পিএম, ০২ মে, ২০২৪


Thumbnail

মৌসুমী বৃষ্টির কারণে কেনিয়াসহ পূর্ব আফ্রিকার দেশগুলোতে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। বৃষ্টির কারণে অনেক এলাকায় বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। রাস্তাঘাট, সেতু ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে অনেক। 

কেনিয়া জানিয়েছে, দেশটিতে বৃষ্টির কারণে সৃষ্ট বিপর্যয়ে এখন পর্যন্ত ১৮৮ জনের মৃত্যু হয়েছে। 

এই বিপর্যয়ে কেনিয়ায় ১২৫ জন আহত হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৯০ জন। দের লাখের ও  বেশি মানুষের স্থানীয় বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে।   

বুধবার কেনিয়ার বিখ্যাত পর্যন্ত এলাকা মাসাই মারা বণ্যপ্রাণী সংরক্ষণ অঞ্চলের একটি নদী হঠাৎ করে প্লাবিত হলো পর্যটকসহ ১০০ জন হড়কা বানে ভেসে যায়। সেখান থেকে ৯০ জনকে সফলভাবে উদ্ধার করার কথা জানায় কেনিয়া কর্তৃপক্ষ। 


কেনিয়া   বৃষ্টিপাত   মৃত্যু  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

পুলিশের অভিযানে বিপর্যস্ত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস

প্রকাশ: ০৮:২৮ পিএম, ০২ মে, ২০২৪


Thumbnail

গাজার ঘটনার প্রতিবাদ ঠেকাতে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিলটন হলে অভিযান চালিয়ে একশোর বেশি আটকের ঘটনায় পুরো ক্যাম্পাসই এখন বিপর্যস্ত।

বিশ্ববিদ্যালয়টির সব প্রবেশ পথেই এখন পুলিশ ও ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের ভিড়, রাস্তায় ব্যারিকেড। জিনিসপত্র নিয়ে শিক্ষার্থীরা বাড়ির উদ্দেশে ক্যাম্পাস ছাড়ছে। ক্লাস বাতিল হয়েছে আর পরীক্ষা কবে হবে ঠিক নেই।

বিশ্ববিদ্যালয়টিতে এরপর কী হতে যাচ্ছে তা নিয়েই সর্বত্র এক থমথমে ভাব আর অনিশ্চয়তা।

পুলিশি অভিযানের পর এক বার্তায় বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত শফিক বলছেন, তাকে গভীর দু:খ নিয়েই শিক্ষার্থী ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযানের নির্দেশ পুলিশকে দিতে হয়েছে এবং এ ক্ষত শুকাতে সময় লাগবে।

অন্যদিকে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। সেখানে ক্যাম্পাসে পুলিশকে ডাকার আগেই মুখোশ পরিহিত ইসরায়েলপন্থি একটি গ্রুপ ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের তাবুতে হামলা চালায়।

গভর্নরের মুখপাত্র বলেছেন, এ ঘটনায় 'সীমিত ও বিলম্বিত' পুলিশি হস্তক্ষেপ মোটেই গ্রহণযোগ্য নয়। বুধবার ওই ক্যাম্পাসে শত শত পুলিশ কর্মকর্তা অবস্থান নিয়েছিল।

তবে অনেকেই অভিযোগ করেছেন, মঙ্গলবার মধ্যরাতে শিক্ষার্থীদের তাঁবুকে ঘিরে সংঘর্ষের সময় পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়নি। যদিও কর্মকর্তারা বলেছেন সহিংসতার সূচনার পর দ্রুত পুলিশ মোতায়েন করা হয়েছিল।

মূলত ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ব্যক্তি ও কোম্পানিকে বয়কটের দাবিতে গত কিছুদিন ধরেই প্রচণ্ড ছাত্র বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে। মঙ্গলবার রাতে কয়েকটি জায়গায় তা সংঘর্ষের রূপ নেয়।

এর আগে গত কয়েক সপ্তাহ ধরে হার্ভার্ড থেকে ইয়েলসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনের পক্ষে ও ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল হয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত কোম্পানি ও ব্যক্তিদের বয়কট করার আহ্বান জানাচ্ছে বিক্ষোভকারীরা।

সর্বশেষ পহেলা মে রাতে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের দখল করে রাখা অ্যাকাডেমিক ভবন দখলমুক্ত করতে অভিযান চালায় নিউইয়র্ক পুলিশ। স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় অভিযান শুরু করে পুলিশ।

পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা হ্যামিলটন হল নামে ওই ভবনে প্রবেশ করেছে। সেখানে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে।


পুলিশ   কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়   ক্যাম্পাস  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

আমিরাতে প্রচণ্ড বৃষ্টিপাতে ১৩ টি ফ্লাইট বাতিল

প্রকাশ: ০৮:১১ পিএম, ০২ মে, ২০২৪


Thumbnail

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রচণ্ড বৃষ্টিপাতে ১৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া মাঝপথ থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে আরও কয়েকটি বিমান।  

বৃহস্পতিবার (২ মে) সকালে ১৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং পাঁচটি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র। 

তিনি বলেছেন, 'দুবাই বিমানবন্দর নিশ্চিত করেছে খারাপ আবহাওয়ার কারণে রাতের বেলা পাঁচটি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং নয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে।'

এছাড়া বিমানবন্দরে আসার ক্ষেত্রে সময় নিয়ে বের হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। কারণ বৃষ্টির কারণে রাস্তায় দীর্ঘ জ্যামের সৃষ্টি হতে পারে। 

আরব আমিরাতে সাধারণত এত বৃষ্টিপাত দেখা যায় না। তবে এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশটিতে একদিনে এক বছরের সমান বৃষ্টিপাত হয়। এতে বিভিন্ন জায়গায় বৃষ্টির পানি জমে যায়। পানির পরিমাণ এতই বেশি ছিল যে রাস্তায় থাকা গাড়িগুলো ভেসে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়।


সংযুক্ত আরব আমিরাত   বৃষ্টিপাত   ফ্লাইট  


মন্তব্য করুন


বিজ্ঞাপন