ইনসাইড বাংলাদেশ

কোন উপজেলায় কবে ভোট জানাল ইসি

প্রকাশ: ০৯:০৬ পিএম, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪


Thumbnail

দেশের ছয়টি নির্বাচনী অঞ্চলের ৩৪৪টি উপজেলার নির্বাচন কখন হবে তা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

ইসি ঘোষিত তালিকা অনুযায়ী- রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে প্রথম ধাপে ১০৮টি, দ্বিতীয় ধাপে ১২১টি তৃতীয় ধাপে ৭৭টি, ও চতুর্থ ধাপে ৩৮টি উপজেলায় ভোট হবে। এছাড়া সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের উপজেলাগুলোর তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে। দেশে ৪৯৫টি উপজেলার মধ্য নির্বাচন উপযোগী উপজেলা রয়েছে ৪৫২টি।

প্রথম ধাপে যে ১০৮ উপজেলায় ভোট হবে তার মধ্যে রাজশাহী অঞ্চলের জয়পুরহাটের ক্ষেতলাল, কালাই ও আক্কেলপুর; বগুড়ার সারিয়াকান্দা, সোনাতলা ও গাবতলী; চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট; নওগাঁর ধামইরহাট, পত্নীতলা, মহাদেবপুর ও বদলগাছী; রাজশাহীর গোদাগাড়ী ও তানোর; নাটোরের নাটোর সদর, নলডাঙ্গা ও সিংড়া; সিরাজগঞ্জের সিরাজগঞ্জ সদর, কাজিপুর ও বেলকুচি; পাবনার সাঁথিয়া, সুজানগর ও বেড়া।

রংপুর অঞ্চলের- পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোরিয়া; ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও হরিপুর; নীলফামারীর ডোমার ও ডিমলা; দিনাজপুরের ঘোড়াঘাট, হাকিমপুর ও বিরামপুর; লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা; রংপুরের কাউনিয়া ও পীরগাছা; কুড়িগ্রামের রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী; গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি।

খুলনা অঞ্চলের- মেহেরপুর সদর ও মুজিবনগর; কুষ্টিয়ার খোকসা, কুষ্টিয়া সদর ও কুমারখালী; চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা; ঝিনাইদহের ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ; যশোরের মনিরামপুর ও কেশবপুর; মাগুরার মাগুরা সদর ও শ্রীপুর; নড়াইলের কালিয়া; বাগেরহাটের বাগেরহাট সদর, রামপাল ও কচুয়া; সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর।

বরিশাল অঞ্চলের- বরিশাল সদর ও বাকেরগঞ্জ; পিরোজপুরের মঠবাড়িয়া ও ভান্ডারিয়া।

ঢাকা অঞ্চলের- ঢাকার দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ; গোপালগঞ্জের গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া; নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ সদর ও বন্দর; গাজীপুরের গাজীপুর সদর, কালীগঞ্জ ও কাপাসিয়া; রাজবাড়ীর কালুখালী ও পাংশা; মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর; ফরিদপুরের চরভদ্রাসন, মধুখালী ও ফরিদপুর সদর; মাদারীপুরের মাদারীপুর সদর, শিবচর ও রাজৈর; শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ; নরসিংদীর নরসিংদী সদর ও পলাশ; টাঙ্গাইলের ধনবাড়ী, মধুপুর ও গোপালপুর; মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া; কিশোরগঞ্জের কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া।

ময়মনসিংহ অঞ্চলের- ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর; জামালপুরের জামালপুর সদর ও সরিষাবাড়ী; শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী; নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা।

দ্বিতীয় ধাপে যে ১২১ উপজেলায় ভোট হবে তার মধ্যে রাজশাহী অঞ্চলের- জয়পুরহাট সদর ও পাঁচবিবি; বগুড়ার দুপচাঁচিয়া, আদমদীঘি ও কাহালু; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ; নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর; রাজশাহীর পুঠিয়া, বাগমারা ও দুর্গাপুর; নাটোরের লালপুর ও বাগাতিপাড়া; সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশ; পাবনার চাটমোহর, ভাংগুড়া ও ফরিদপুর।

রংপুর অঞ্চলের- পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ; ঠাকুরগাঁও সদর ও রাণীশংকৈল; নীলফামারীর সৈয়দপুর, কিশোরগঞ্জ ও জলঢাকা; দিনাজপুরের বিরল, কাহারোল, বীরগঞ্জ ও বোচাগঞ্জ; লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারী; রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জ; কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর ও কুড়িগ্রাম সদর; গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও গাইবান্ধা সদর।

খুলনা অঞ্চলের- মেহেরপুরের গাংনী; কুষ্টিয়ার ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর; চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা; ঝিনাইদহের হরিণাকুন্ড ও শৈলকুপা; যশোরের চৌগাছা, ঝিকরগাছা ও শার্শা; মাগুরার শালিখা ও মহম্মদপুর; নড়াইলের নড়াইল সদর ও লোহাগড়া; বাগেরহাটের ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী; খুলনার তেরখাদা, দিঘলিয়া ও ফুলতলা; সাতক্ষীরার তালা, দেবহাটা ও আশাশুনি।

বরিশাল অঞ্চলের- বরিশালের বাবুগঞ্জ, উজিরপুর ও বানারিপাড়া; পটুয়াখালীর দশমিনা, গলাচিপা ও বাউফল; পিরোজপুরের কাউখালী ও নেছারাবাদ; ভোলার বোরহানউদ্দিন, ভোলা সদর ও দৌলতখান; ঝালকাঠির ঝালকাঠি সদর ও নলছিটি; বরগুনার বেতাগী ও বরগুনা সদর।

ঢাকা অঞ্চলের- ঢাকার সাভার ও ধামরাই; গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর; নারায়ণগঞ্জের সোনারগাঁও, রূপগঞ্জ ও আড়াইহাজার; গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুর; রাজবাড়ীর রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও বালিয়াকান্দি; মানিকগঞ্জের শিবালয়, ঘিওর ও দৌলতপুর; ফরিদপুরের নগরবান্দা ও সালথা; মাদারীপুরের কালকিনি ও ডাসার; শরীয়তপুরের শরীয়তপুর সদর ও জাজিরা; নরসিংদীর বেলাবো ও মনোহরদী; টাঙ্গাইলের ভূঞাপুর, কালিহাতি ও ঘাটাইল; মুন্সিগঞ্জের লৌহজং ও টঙ্গিবাড়ী; কিশোরগঞ্জের কটিয়াদী, নিকলী ও অষ্টগ্রাম।
 
ময়মনসিংহ অঞ্চলের- ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও গৌরীপুর; জামালপুরের বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর; শেরপুরের নালিতাবাড়ী ও নকলা; নেত্রকোনার নেত্রকোনা সদর, পূর্বধলা ও বারহাট্টা।

তৃতীয় ধাপে যে ৭৭ উপজেলায় ভোট তার মধ্যে রাজশাহী অঞ্চলের- বগুড়ার বগুড়া সদর, শাজাহানপুর, শিবগঞ্জ; নওগাঁর আত্রাই ও রাণীনগর; রাজশাহীর পবা ও মোহনপুর; নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম; সিরাজগঞ্জের শাহজাদপুর ও চৌহালী; পাবনার পাবনা সদর, আটঘরিয়া ও ঈশ্বরদী।

রংপুর অঞ্চলের- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ; নীলফামারীর নীলফামারী সদর, দিনাজপুরের দিনাজপুর সদর, খানসামা, চিরিরবন্দর; লালমনিরহাটের লালমনিরহাট সদর; রংপুরের রংপুর সদর ও গঙ্গাচড়া; কুড়িগ্রামের ফুলবাড়ী, ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী; গাইবান্ধার সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ।
 
খুলনা অঞ্চলের- যশোরের যশোর সদর, অভয়নগর ও বাঘারপাড়া; বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ ও মোংলা; খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া; সাতক্ষীরার কলারোয়া ও সাতক্ষীরা সদর।
 
বরিশাল অঞ্চলের- বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া; পটুয়াখালীর পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি; পিরোজপুরের পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানি; ভোলার তজুমদ্দিন ও লালমোহন; ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া; বরগুনার বামনা ও পাথরঘাটা।

ঢাকা অঞ্চলের- মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া; ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর, শরীয়তপুরের ডামুড্যা ও গোসাইরহাট; নরসিংদীর শিবপুর ও রায়পুরা; টাঙ্গাইল সদর, দেলদুয়ার ও নাগরপুর; মুন্সিগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর; কিশোরগঞ্জের ইটনা, তাড়াইল, করিমগঞ্জ ও মিঠামইন।
 
ময়মনসিংহ অঞ্চলের- ময়মনসিংহের ফুলবাড়িয়া, ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল; জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ; নেত্রকোনার মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরী।

চতুর্থ ধাপে যে ৩৮টি উপজেলায় ভোট হবে তার মধ্যে রাজশাহী অঞ্চলের- বগুড়ার নন্দীগ্রাম, শেরপুর ও ধুনট; নওগাঁর নওগাঁ সদর ও মান্দা; রাজশাহীর চারঘাট ও বাঘা; সিরাজগঞ্জের কামারখন্দ ও রায়গঞ্জ।

রংপুর অঞ্চলের- দিনাজপুরের ফুলবাড়িয়া, পার্বতীপুর ও নবাবগঞ্জ; রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জ।

খুলনা অঞ্চলের- খুলনার রূপসা, দাকোপ ও বটিয়াঘাটা।

বরিশাল অঞ্চলের- বরিশালের মুলাদী ও হিজলা; পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী; ভোলার মনপুরা ও চরফ্যাশন; বরগুনার আমতলী ও তালতলী।  

ঢাকা অঞ্চলের- ফরিদপুরের আলফাডাঙ্গা ও বোয়ালমারী; টাঙ্গাইলের মির্জাপুর, বাসাইল ও সখীপুর; কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরব।

ময়মনসিংহ অঞ্চলের- ভালুকা, গফরগাঁও ও নান্দাইল এবং নেত্রকোনার কেন্দুয়া ও আটপাড়া উপজেলা।

উপজেলা নির্বাচন   ইসি   নির্বাচন কমিশন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল ইউএনওর গাড়ি

প্রকাশ: ১২:৫১ পিএম, ০৮ মে, ২০২৪


Thumbnail যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেছে ইউএনওর গাড়ি

নির্বাচনী দায়িত্ব পালনকালে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স। পরবর্তীতে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় দুমড়ে-মুচড়ে যায় তার গাড়ি। এঘটনায় তার বাঁম হাত ভেঙ্গে যায় বলে খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: উপজেলা নির্বাচন: কালীগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

বুধবার ( মে) ভোরে ময়মনসিংহের ফুলপুর-শেরপুর সড়কের হরিরামপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। ঘটনায় ইউএনও ছাড়াও আরও ২ জন আহত হয়েছেন।

ইউএনওর সিএ মাজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঈশ্বরগঞ্জ উপজেলার ইউএনও ফুলপুরের নির্বাচনী দায়িত্বে আছেন। বুধবার ভোর ৫টার দিকে ফুলপুর হরিরামপুর এলাকায় গাড়িতে করে দায়িত্ব পালনকালে শেরপুর-ঝিনাইগাতিগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইউএনওকে বহন করা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউএনও এবং গাড়িতে থাকা তার সহকারী আহত হন।’

এছাড়াও দুর্ঘটনায় ইউএনও আরিফুল ইসলাম প্রিন্সের বাঁ হাত ভেঙে গেছে এবং ঘটনার সাথে বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান মাজাহারুল ইসলাম।


ইউএনও   সড়ক দুর্ঘটনা  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

উপজেলা নির্বাচন: কালীগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

প্রকাশ: ১২:৩৫ পিএম, ০৮ মে, ২০২৪


Thumbnail

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কালীগঞ্জ পৌরসভার ২৪ নম্বর চৌরা নয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বুধবার (৮ মে) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোয়াত কলম সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসানের সমর্থকরা মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আমজাদ হোসেন স্বপনের স্থাপন করা ভোটকেন্দ্রের সামনের একটি ক্যাম্পে আক্রমণ চালিয়ে ভাঙচুর করে ও কয়েকজনকে মারধর করে।

এতে মোটরসাইকেল সমর্থক আওলাদ হোসেন, শরীফ মিয়া, আব্দুল্লাহসহ চারজন আহত হন।

এই সংবাদ পেয়ে মোটরসাইকেলের আরো সমর্থকরা উপস্থিত হয়ে দোয়াত কলমের সমর্থকদের ধাওয়া করে সুনীল নামে একজনকে আহত করে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ধাওয়া দিয়ে কেন্দ্রের সামনে থেকে উভয় পক্ষকে সরিয়ে দেয়।

এই বিষয়ে কেন্দ্রের ইনচার্জ এএসআই আলমগীর কালের কণ্ঠকে বলেন, কেন্দ্রের ভেতরে কিছু হয়নি। বাইরে হয়েছে।

প্রিজাইডিং অফিসার দেওয়ান আরিফুল ইসলাম বলেন, ‘এখানে দুটি কেন্দ্রে মোট ভোটার ৫১৬৮ জন। সকাল ১০টা পর্যন্ত ৩০৮ ভোট কাস্ট হয়েছে। ভোট পড়ার হার ১১.৭৫ শতাংশ। কেন্দ্রের ভেতরে কোনো সমস্যা নেই’।

কালীগঞ্জ উপজেলায় মোট ৯০টি ভোটকেন্দ্রে মোট ভোটার দুই লাখ ৪৩ হাজার ৮৬২, পুরুষ ভোটার এক লাখ ২৩ হাজার ৮৩৬ জন, মহিলা ভোটার এক লাখ ২০ হাজার ২৪ জন ও হিজড়া ভোটার দুইজন।


উপজেলা নির্বাচন   সংঘর্ষ   আহত  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

উপজেলা নির্বাচন: রাজশাহীতে বেলা বাড়ার সাথে বাড়ছে ভোটার উপস্থিতিও

প্রকাশ: ১২:৩১ পিএম, ০৮ মে, ২০২৪


Thumbnail

উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে রাজশাহীর উপজেলায় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। ভোট কেন্দ্রগুলোতে ‍গিয়ে দেখা যায় নারী ভোটারদের উপস্থিতিই বেশি ছিল।  

প্রথম ধাপে রাজশাহীর গোদাগাড়ী তানোর উপজেলার নির্বাচন হচ্ছে। দুই উপজেলায় ১৬৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে গোদাগাড়ীর ১০৭টি তানোরের ৬১টি ভোটকেন্দ্র। দুই উপজেলায় ১৫৫টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে গোদাগাড়ীতে ৯৭ তানোর উপজেরায় ৫৮টি।

দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা লাখ ৪৭ হাজার ৩৩৩ জন। এর মধ্যে গোদাগাড়ীতে লাখ ৮১ হাজার ১৬০ তানোরে লাখ ৬৬ হাজার ১৭৩ ভোটার।

দুই উপজেলায় মোট প্রার্থী ১৬ জন। যাদের মধ্যে জন চেয়ারম্যান প্রার্থী। এর মধ্যে গোদাগাড়ীতে জন চেয়ারম্যানসহ জন এবং তানোরে জন চেয়ারম্যানসহ জন।


উপজেলা নির্বাচন   ভোটার উপস্থিতি  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

মাদারীপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

প্রকাশ: ১২:১০ পিএম, ০৮ মে, ২০২৪


Thumbnail

মাদারীপুরে মোস্তফাপুরের বালিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।


বিস্তারিত আসছে...


উপজেলা নির্বাচন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

চাঁদপুরের এক ভোটকেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা অসুস্থ, পরে মৃত্যু

প্রকাশ: ১২:০২ পিএম, ০৮ মে, ২০২৪


Thumbnail

চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। এরইমধ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্বে থাকা এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৭ মে) রাত ১২টার দিকে তিনি উপজেলার ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে তিনি মারা যান।

অসুস্থ হয়ে মারা যাওয়া সহকারী প্রিসাইডিং কর্মকর্তার নাম মোহাম্মদ নূর উদ্দিন (৫৫)। তিনি উপজেলার ১১ নম্বর ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

বুধবার (০৮ মে) সকাল থেকে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণের জন্য তিনি সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

উপজেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে উপজেলার ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র প্রস্তুতের কাজ দেখভাল করছিলেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ নূর উদ্দিন। রাত ১২টার দিকে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। কয়েকবার বমি করার পর চেতনা হারিয়ে ফেলেন। গুরুতর অসুস্থ অবস্থায় কয়েকজন সহকর্মী ও পরিবারের লোকজন মোহাম্মদ নূর উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) তিনি মারা গেছেন বলে পরিবারের লোকজন ধারণা করছেন। বুধবার সকালে ষাটনল গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু তাহের বলেন, ওই ভোটকেন্দ্রে গতকাল রাতেই তার জায়গায় নতুন করে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। যথাসময়ে আজ সকালে ভোট গ্রহণ শুরু হয়েছে।


উপজেলা নির্বাচন   প্রিসাইডিং কর্মকর্তা  


মন্তব্য করুন


বিজ্ঞাপন