ইনসাইড বাংলাদেশ

জনপ্রতিনিধিদের চেয়ে আমলারাই ক্ষমতাবান

প্রকাশ: ০৫:০০ পিএম, ২৩ মে, ২০২৪


Thumbnail

জাতীয় সংসদের সদস্যরা সবসময় শুল্কমুক্ত গাড়ি সুবিধা পান। কিন্তু এবার অর্থনৈতিক সংকটের কারণে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি দেওয়া হবে কি না এ নিয়ে বিতর্ক হচ্ছে। জনপ্রতিনিধিদের গাড়িতে অন্ততপক্ষে ১৫ থেকে ৪০ শতাংশ শুল্কারোপের একটি প্রস্তাব এনবিআর বিবেচনা করছে বলে জানা গেছে।

জনপ্রতিনিধিরা দেশে আইন প্রণয়ন করেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশে সংসদীয় গণতন্ত্র। কাজেই সংসদীয় গণতন্ত্রে সংসদ সার্বভৌম। আর সার্বভৌম সংসদের প্রতিনিধিরা শুল্কমুক্ত গাড়ি পেলে রাষ্ট্রের কতটুকু ক্ষতি হবে, তার চেয়েও বড় কথা হল এই প্রণোদনা তাদের জনগণের জন্য কাজ করার ক্ষেত্রে অনুপ্রাণিত করবে। কিন্তু সেই চেষ্টায় এবার বাগড়া দিয়েছেন আমলারা। তারা মনে করছেন কৃচ্ছ্রসাধনের এই সময়ে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা দেওয়া উচিত না। কেউ কেউ এটাকে অনৈতিকও বলছেন। এটি নিয়ে যখন আলোচনা এবং বিতর্ক ঠিক সেই সময় চলমান অর্থ সংকটের মধ্যে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য ৩৮১ কোটি টাকা ৫৮ লাখ টাকার ২৬১ টি নতুন জীব গাড়ি কেনা হচ্ছে। অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এসব গাড়ি কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। 

তাহলে প্রশ্ন ওঠে যে, আমলাদের জন্য কি দেশে অর্থ সংকট নেই? আমলাদের জন্য কি কৃচ্ছতার নীতি প্রযোজ্য নয়। আমলারা অবশ্য সব কিছুর ঊর্ধ্বে, ধরাছোঁয়ার বাইরে। তাদের বিচার করা যায় না। কারণ আমলা অপরাধ করলে তার বিভাগীয় তদন্ত হয় বিভাগীয় তদন্তে। তার সর্বোচ্চ শাস্তি হয় পদোন্নতি আটকে দেয়া অথবা একটি ইনক্রিমেন্ট কমিয়ে দেওয়া। তারপরও তারা সেটির বিরুদ্ধে আপিল করেন। রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করেন এবং এসব আবেদন গৃহীত হওয়ার পর তাদের দণ্ড মওকুফ করা হয়। আর দুর্নীতি দমন কমিশনও সরকারের অনুমতি ছাড়া কোন আমলাকে গ্রেপ্তার করতে পারে না। বিচারের আওতায় আনতে পারেন না।

আমলারা এখন জবাবদিহিতার ঊর্ধ্বে উঠে গেছেন। সরকার আমলাদের সম্পদের হিসাব দেওয়ার জন্য ১৯৭৯ সালের আইন কার্যকর করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু সেই উদ্যোগও সফল হয়নি। যখন সরকার কৃচ্ছতা সাধন বাস্তবায়নের জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করছেন, তখন আমলারা দিব্যি সরকারি খরচে বিদেশ ঘুরে বেড়াচ্ছেন। আর যে সময়ে জনপ্রতিনিধিদের জন্য শুল্কমুক্ত গাড়ি সুবিধা রহিত করার সিদ্ধান্ত চূড়ান্ত প্রায় ঠিক সেই সময় আমলাদের জন্য প্রায় চারশ কোটি টাকার জিপ গাড়ি তাও আবার মাঠ আমলাদের জন্য ক্রয় করা কতটুকু যৌক্তিক সেই প্রশ্ন উঠেছে। 

এর আগে আমলাদেরকে বিনা সুদে গাড়ির লোন সুবিধা দেওয়া হয়েছিল। সেই গাড়ি গুলো আমলারা বেশির ভাগ উবারে ব্যবহার করছেন, ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। গাড়ির জন্য মাসে মাসে ৫০ হাজার করে টাকাও নিচ্ছেন। অথচ তাতে সরকারি গাড়ি বা সরকারি তেলের তোন সাশ্রয়ী হচ্ছে না। একেক আমলা সুদ মুক্ত গাড়ি কিনছে। আবার একাধিক সরকারি গাড়িও ব্যবহার করছেন। এ রকম অবস্থা যখন চলছে তখন আমলাদের রাজত্ব ভালো ভাবে অনুভব করছে গোঠা বাংলাদেশ। অর্থনৈতিক এই সংকটের মুখে আমলাদের জন্য ২৬১ টি গাড়ি কেনা কতটুকু যৌক্তিক সেই প্রশ্ন যেমন উঠেছে তার চেয়েও বড় প্রশ্ন হল যে, আমলারা কি তাহলে জনপ্রতিনিধিদের চেয়েও বেশি ক্ষমতাবান? আমলারা কি তাহলে দেশ চালাচ্ছেন?

জনপ্রতিনিধি   আমলা  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

বোনের স্বামীর সঙ্গে বিয়েতে নারাজ, কাটা হলো গৃহবধূর চুল

প্রকাশ: ০৩:৪৪ পিএম, ১৬ জুন, ২০২৪


Thumbnail

ছোট বোনের স্বামীর সঙ্গে বিয়েতে রাজি না হওয়ায় সিরাজগঞ্জ সদর উপজেলায় এক গৃহবধূর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মাসুদ রানাকে গতকাল শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ।   
 
পুলিশের ভাষ্য, গত ৯ জুলাই রাতে ভুক্তভোগী গৃহবধূকে বিয়ের প্রস্তাব দেন অভিযুক্ত মাসুদ। প্রস্তাবে ওই গৃহবধূ রাজি না হওয়ায় মাসুদ তার মাথার চুল কেটে দেন। এ ঘটনায় বাদী হয়ে গৃহবধূ থানায় মাসুদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদকে গ্রেপ্তার করা হয়।   

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি') সিরাজুল ইসলাম জানান, মাসুদ রানা ওই গৃহবধূর ছোট বোনের জামাই। তার সঙ্গে বিয়ের কিছু দিন পরই ওই গৃহবধূর ছোট বোনের মৃত্যু হয়। এরপর মাসুদ রানা দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী থাকা সত্ত্বেও তিনি তার সাবেক স্ত্রীর বড় বোনকে বিয়ে করতে চান। এবং স্বামীকে ডিভোর্স দিতে চাপ প্রয়োগ করতে থাকেন। এতে রাজি না হওয়ায় আক্রোশেই গৃহবধূর চুল কেটে দেন তিনি। আসামিকে গ্রেপ্তারের পর কেটে দেওয়া চুলও উদ্ধার করেছে পুলিশ।'

সিরাজগঞ্জ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

চামড়া সংরক্ষণে প্রস্তত লালবাগের চামড়ার আড়ত

প্রকাশ: ০৩:৫২ পিএম, ১৬ জুন, ২০২৪


Thumbnail

আল্লার সন্তুষ্টির আশায় পশু কোরবানি দেবেন ধর্মপ্রাণ মুসলমানরা। সেই কোরবানির পশুর চামড়া কিনে সংরক্ষণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছেন লালবাগের পোস্তার আড়তদাররা। পাশাপাশি মৌসুমি ব্যবসায়ীরাও ঢাকা ও আশেপাশের এলাকায় জবাই হওয়া পশুর চামড়া কেনার পরিকল্পনা করছেন। এজন্য তারা নিজের পুঁজির পাশাপাশি ধার-দেনা করে শত শত কোটি টাকা সংগ্রহ করেছেন।

শনিবার (১৫ জুন) রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় গিয়ে দেখা গেছে, অধিকাংশ আড়তে ব্লিচিং পাউডার ও পানি দিয়ে ধুয়ে-মুছে কাঁচা চামড়া সংরক্ষণের জায়গা পরিষ্কার করা হচ্ছে। পুরনো চামড়া সরিয়ে আড়তগুলোতে শত শত লবণের বস্তা সাজিয়ে রাখা হচ্ছে। অতিরিক্ত লবণ রাখার জন্য আড়তের ভেতরে জায়গা ফাঁকা করা হয়েছে ।

পোস্তার চামড়া ব্যবসায়ীদের তথ্য মতে, সারা বছরের চামড়ার প্রায় ৫৫-৬০ শতাংশই আসে কোরবানি দেওয়া পশু থেকে। মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া কেনেন তারা। ঈদের তৃতীয় দিন পর্যন্ত চলে চামড়া সংগ্রহ ও সংরক্ষণের কার্যক্রম। তাই এ ঈদকে ঘিরে তাদের বাড়তি প্রস্তুতি রাখতে হয়। কোরবানির ঈদের দিন সকাল থেকেই চামড়া সংগ্রহের প্রক্রিয়া শুরু করেন ব্যবসায়ীরা। তার এক সপ্তাহ আগে আড়ত পরিষ্কার, লবণ সংগ্রহ এবং শ্রমিকদের প্রস্তুত করেন পোস্তার আড়তদাররা।

পোস্তার ব্যবসায়ীরা জানান, পশুর চামড়া ছাড়ানোর ৪ থেকে ৯ ঘণ্টার মধ্যে লবণ দিয়ে তা সংরক্ষণ করতে হয়। না হলে ওই চামড়া নষ্ট হয়ে যায়। তাই এ বছর চামড়া সংরক্ষণের দিকেই বেশি নজর দিচ্ছেন আড়তদারেরা।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, কোরবানির পশুর চামড়া সংগ্রহে নগদ অর্থ, পর্যাপ্ত লবণ মজুত ও দক্ষ ও অদক্ষ কর্মী-শ্রমিক প্রস্তুত রয়েছে। ট্যানারিগুলো মূলত ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকার কাঁচা চামড়া প্রক্রিয়াকরণ করবে। মৌসুমি ব্যবসায়ী, মসজিদ ও মাদ্রাসাভিত্তিক যেসব ব্যক্তি চামড়া সংগ্রহ করবেন, তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। এবার সবমিলিয়ে প্রায় ১ কোটি ১৫-২০ লাখ চামড়া সংগ্রহ করার চেষ্টা থাকবে।


চামড়া   সংরক্ষণ   পোস্তা   আড়ত  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি

প্রকাশ: ০৩:৩৯ পিএম, ১৬ জুন, ২০২৪


Thumbnail

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ঢাকায় ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।

ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, উৎসব আমাদের ত্যাগ, সহানুভূতি এবং ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। এগুলো একটি শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে অপরিহার্য।

তিনি ঈদুল আজহাকে আমাদের বহু-সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেন। 

চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি।


মোদি   ঈদুল আজহা   শেখ হাসিনা  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

পটুয়াখালীতে ৩৫টি গ্রামে ঈদুল আযহা পালন


Thumbnail

পটুয়াখালীতে ৩৫টি গ্রামে ২৫ হাজার মানুষ পবিত্র ঈদুল আযহা পালন করছে। রোববার  (১৬ জুন ) সকাল সাড়ে ৮টায় বদরপুর দরবার শরীফে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। জেলার ৩৫গ্রামের মধ্যে রয়েছে গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পারা, মৌডুবি, বাউফলের মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলা খালী, কনকদিয়া, আমিরাবাদ, কলাপাড়ার নিশানবাড়িয়া, ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া, দক্ষিন দেবপুর।

এরা সবাই হানিফি মাজহাব কাদেরিয়া তরিকা ভক্ত। এদের বর্তমান পীর চট্রগ্রামের চন্দনাইশ উপজেলার হযরত শাহসুফি মাওলানা মুফতি মোহাম্মদ মমতাজ আলী।

বদরপুর গ্রামের সুমন বলেন, আজ আমরা পবিত্র ঈদুল আযহা পালন করলাম প্রতি বছরের মতো এই বছরেও ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হইছে। গতকাল পবিত্র সৌদি আরবে হজ্ব পালিত হয়েছে আজকে হজ্বের পরের দিন ঈদুল আযাহার নামাজ আদায় করেন সবাই।

সদর উপজেলার বদরপুর দরবার শরিফের খাদেম মোঃ নাজমুল হোসেন জানান, সৌদি আরবের সাথে সংগতি রেখে ১৯২৮সন থেকে এখানকার গ্রামবাসীরা একদিন আগে থেকে রোজা রাখা শুরু করে। এরই ধারাবাহিকতায় একদিন আগে তারা ঈদ উদযাপন করেছিল।

আজকে ঈদের নামাজে ইমামতি করেন, মাওলানা শফিকুল ইসলাম গনি, ইমাম ও খতিব বদরপুর দরবার শরীফ,পটুয়াখালী।

পটুয়াখালী   ঈদুল আযহা  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

শোলাকিয়া ময়দানে ঈদের জামাত সকাল ৯টায়

প্রকাশ: ০২:২১ পিএম, ১৬ জুন, ২০২৪


Thumbnail

কিশোরগঞ্জের প্রায় দুইশ বছরের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার অনুষ্ঠিত হবে ১৯৭তম ঈদুল আজহার জামাত।

দেশের বৃহত্তম এই ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাতের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবারও নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শোলাকিয়ায় ঈদ জামাত আয়োজন করা হচ্ছে। জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল ৯টায়।  ঈদগাহে ইমামতি করবেন বাংলাদেশ ইসলাহুল মুসলেমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

জানা যায়, ঐতিহাসিক মাঠে আশপাশের জেলা ছাড়াও দেশ-বিদেশ থেকে মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন। ঈদ জামাতকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতিবছর কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে ঈদ জামাতের জন্য নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। এবারও এর ব্যতিক্রম হয়নি। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।

শোলাকিয়া মাঠের রেওয়াজ অনুযায়ী, ঈদের জামাত শুরুর আগে শটগানের ছয়টি ফাঁকা গুলি ছোড়া হবে। জামাত শুরুর মিনিট আগে ৩টি, মিনিট আগে ২টি এবং মিনিট আগে ১টি গুলি ছুড়ে নামাজের জন্য মুসল্লিদের সংকেত দেওয়া হবে।


শোলাকিয়া   ঈদ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন