ইনসাইড বাংলাদেশ

তদন্তে ৪৮ ঘন্টা সময় নিয়েছে ইসি: তাবিথ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৩৭ পিএম, ২২ জানুয়ারী, ২০২০


Thumbnail

গতকাল মঙ্গলবার রাজধানীর গাবতলীতে নির্বাচনী প্রচারণার সময় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার ঘটনা তদন্তে নির্বাচন কমিশন ৪৮ ঘন্টা সময় নিয়েছে। এমনটাই জানিয়েছেন ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ।

আজ বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর আশকোনা হাজী ক্যাম্প থেকে গণসংযোগ শুরুর আগে এক পথসভায় তিনি এ কথা জানান।

তাবিথ বলেন, ‘গতকাল আমার প্রচারণায় হামলা হয়েছে। অনেকে আহত হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। তারা তদন্ত কমিটি গঠন করেছেন। ৪৮ ঘণ্টা সময় নিয়েছেন। আমরা অপেক্ষা করছি, আমরা দেখতে চাই তারা কী পদক্ষেপ নেয়।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের উচিত ছিল আগে থেকেই অ্যাকটিভ হওয়া। একজন ম্যাজিস্ট্রেটকে সঙ্গে রাখা।’

গাওয়াইর কাজীবাড়ী হয়ে দক্ষিণ খান বাজারে পথসভায় যোগ দেন বিএনপির প্রার্থী তাবিথ। এ সময় তার সঙ্গে গণসংযোগে ছিল স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহাবুদ্দিন শাবু, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ আরো অনেকে।

বাংলা ইনসাইডার/এসএস



মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

উপজেলা নির্বাচন: দুই ঘণ্টায় ভোট পড়েছে ১০ শতাংশ

প্রকাশ: ১১:৫১ এএম, ০৮ মে, ২০২৪


Thumbnail

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়েছে। ১৩৯ উপজেলায় প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ১০ শতাংশ। এ তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

বুধবার (৮ মে) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কক্ষে তিনি এ তথ্য জানান।

এবারের নির্বাচনের প্রথম ধাপে দেশের ৫৯ টি জেলার ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ চলছে আজ। এরমধ্যে উপজেলার মধ্যে ২২টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হবে। এ ধাপে মোট ১ হাজার ৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রার্থী রয়েছেন।

প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ করে অর্থাৎ মোট ২৮ জন প্রার্থী এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

প্রথম ধাপে মোট দুই কোটি ৮৫ লাখের বেশি ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার এক কোটি ৪৩ লাখের বেশি, নারী ভোটার এক কোটি ৪০ লাখ এবং হিজড়া (তৃতীয় লিঙ্গের ভোটার) ১৭০ জন।


উপজেলা নির্বাচন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত

প্রকাশ: ১১:১৭ এএম, ০৮ মে, ২০২৪


Thumbnail

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ মে) ভোরে তেঁতুলিয়ার ক্ষয়ঘট পাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তেঁতুলিয়া উপজেলার মাগুড়া এলাকার জুনু মিয়ার ছেলে আব্দুল জলিল (২৪) ও তিরনইহাট ব্রহ্মতল এলাকার কেতাব আলীর ছেলে ইয়াসীন আলী (২৩) ।

বিজিবি স্থানীয়রা জানান, ভোরে কয়েকজন যুবক ভারতীয় ওই সীমান্তের কাছে গেলে বিএসএফ সদস্যরা গুলি করে। পরে মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।

বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান বলেন, নিহতের নাম পরিচয় পাওয়া গেছে। তবে পরিবার বা স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। নিয়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।


বিএসএফ   গুলি   বাংলাদেশী নিহত  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

উপজেলা নির্বাচন: সুনামগঞ্জে টাকা বিতরণকালে সহকারী প্রিজাইডিংসহ আটক ৪

প্রকাশ: ১১:১২ এএম, ০৮ মে, ২০২৪


Thumbnail

সুনামগঞ্জের শাল্লা উপজেলা নির্বাচনে ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ ৪ জনকে আটক করা হয়েছে।

বুধবার (৮ মে) মধ্যরাত ২টার দিকে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অবনি মোহন দাসের পক্ষে টাকা বিতরণের অভিযোগে তাদের আটক করে পুলিশ। 

সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আটকের পর তার জায়গায় রাতেই নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়। আটককৃতরা হলেন- শাল্লা উপজেলা নির্বাচনের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা অপু চন্দ্র দাশ, শাল্লা ইউপির মোতাব্বির হোসেন, আব্দুস শহীদ ও আব্দুল খালেক।

বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা ও দিরাই-শাল্লা উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘রাতে টাকা বিতরণের সময় তাদেরকে পুলিশ আটক করে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে আছেন। ওই জায়গায় নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে’। 


উপজেলা নির্বাচন   প্রিজাইডিং কর্মকর্তা  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

জয়পুরহাটে বৃষ্টির মধ্যেই ভোট গ্রহণ চলছে

প্রকাশ: ১১:০০ এএম, ০৮ মে, ২০২৪


Thumbnail বৃষ্টির মধ্যেও চলছে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে জয়পুরহাট জেলার কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। বৃষ্টি হলেও সুষ্ঠু পরিবেশে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে।

এই ৩ উপজেলায় মোট ১০৯টি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৭৬৯ জন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন ও ১২ জন মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ৩৫ জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, সুষ্ঠু ভোট গ্রহনের জন্য পুলিশ, বিজিবি ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


উপজেলা নির্বাচন   বৃষ্টি   ভোটগ্রহণ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

ঢাবি অধ্যাপক বাহাউদ্দিনের থিসিস জালিয়াতি তদন্তে কমিটি

প্রকাশ: ১০:৪৯ এএম, ০৮ মে, ২০২৪


Thumbnail

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা.মোহাম্মদ বাহাউদ্দিনের বিরুদ্ধে এমফিল ও পিএইচডি থিসিস জালিয়ালিয়াতির  অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সিন্ডিকেটের এক সভায় ৩ সদস্যের এই কমিটি গঠন করা হয়।

সিন্ডিকেটের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করে জানান, অধ্যাপক বাহাউদ্দিনের বিরুদ্ধে থিসিস জালিয়াতির অভিযোগ তদন্তে প্রধান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছিরকে।

কমিটির অন্যান্য সদস্য হলেন, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ হারুনর রশীদ খান এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এস এম জাবেদ আহমদ। কমিটিকে এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনের বিরুদ্ধে সর্বপ্রথম এমফিল ও পিএইচডি থিসিসের মধ্যে সাদৃশ্যমূলক কাঁটছাটের অভিযোগ ওঠে ২০২০ সালে। এরপর গত বছরের আগস্টে স্বেচ্ছায় অবসরগ্রহণকারী বিভাগটির সহযোগী অধ্যাপক ড. আরিফ বিল্লাহ তৎকালীন উপাচার্য, উপ উপাচার্য (শিক্ষা), কলা অনুষদ ডিন এবং সব সিন্ডিকেট মেম্বারদের প্রমাণসহ এই অভিযোগ প্রদান করেন। দীর্ঘ ৪ বছরেও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় গত ৩০ এপ্রিল ঢাবি উপাচার্য বরাবর তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ফের একটি আবেদনপত্র জমা দেন ড. আরিফ বিল্লাহ।

আবেদনে অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দিনের এমফিল পিএইচডি থিসিসের মধ্যে সাদৃশ্যমূলক চৌর্যবৃত্তির কিছু নমুনা এতদসম্পর্কিত তথ্য সংযুক্ত করা হয়।


ঢাবি   থিসিস জালিয়াতি   কাঁটছাট   চৌর্যবৃত্তি  


মন্তব্য করুন


বিজ্ঞাপন